ঢাকার অদুরে কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান "রোহিতপুর উচ্চ বিদ্যালয়"। স্মার্ট শিক্ষক ও শিক্ষার চমৎকার পরিবেশ নিয়ে শিক্ষায় আলোকবর্তিকা হয়ে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। শিক্ষা সম্পর্কে আমাদের প্রধান লক্ষ্য হল শিক্ষার্থীদের মানবিক, মানসিক এবং সামাজিক উন্নয়নে সহায়তা করা। সমস্ত শিক্ষার্থীর উন্নয়ন সম্পর্কে আমরা সম্পূর্ণ নিশ্চিত হতে চাই। আমরা একটি সমগ্র শিক্ষামূলক প্রতিষ্ঠান হতে চাই যেখানে সমস্ত শিক্ষার্থীদের একই সমান সুযোগ প্রদান করা হবে। একটি নির্ভরযোগ্য এবং সুসংবাদপ্রদ প্রধান হওয়া আমার জন্য গর্বের বিষয়। আমি আশা করি আমাদের প্রতিষ্ঠান প্রতিটি শিক্ষার্থীর জীবন ও কর্মকাণ্ড সম্পর্কে গর্ব ও সন্তোষ দিতে পারবে। এক বিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় প্রথম সোপান হল শিক্ষা। সুশিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষার মাধ্যমেই তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক। শিক্ষা ছাড়া মানুষের মধ্যে দেশপ্রেম,মানবতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো সম্ভব নয়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ রূপে গড়ার ক্ষেত্রে যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। স্মার্ট বাংলাদেশে বিনির্মানে অত্র প্রতিষ্ঠানটি অগ্রণী ভুমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।
সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কাইয়ুম
সভাপতি
রোহিতপুর উচ্চ বিদ্যালয়,
কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০।